সোমবার, ২৭ আগস্ট, ২০১২

আদালত অবমাননা: সাজেদাকে জবাব দেয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৭ আগস্ট: সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের জবাব দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে। আদেশে বলা হয়েছে, সশরীরে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দিতে পারবেন সাজেদা চৌধুরী। পরে উভয় পক্ষের শুনানির পর আদালত সিদ্ধান্ত দেবে। গত ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে সাজেদা চৌধুরী ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদের প্রসঙ্গে বলেন, ‘দুই-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানো বন্ধ হবে।’ পরে ৫ আগস্ট তার বক্তব্যকে আদালত অবমাননা বলে ট্রাইব্যুনালে অভিযোগ করেন জামায়াত নেতাদের আইনজীবীরা। আর ওই আবেদনের ওপরই সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন