রবিবার, ২৯ মে, ২০১১
যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে দ্রব্যমূল্য কম: বাণিজ্যমন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আবারো আন্তর্জাতিক বাজারকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী কর্নেল অব. ফারুক খান বলেছেন, পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের দেশে জিনিসপত্রের দাম অনেক কম। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।
রোববার সন্ধায় কাফরুল থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘আগামী বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। বিশেষ করে আগামী রমজানে যেন দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টাই করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সাথেও কথা হয়েছে। এবারের বাজেট এমন ভাবে করা হবে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।’’
ঢাকা মহানগর আওয়ামী লীগ নারীনীতির পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, ‘‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গিয়ে বিরোধীদলীয় নেত্রী মধ্যবর্তী নির্বাচন দাবি করে বাংলাদেশের মানুষের মাথা ভুলন্ঠিত করেছে। যখনই বিএনপি বিরোধী দলে যায় তার (খালেদা জিয়া) ও তার নেতাদের কর্মকাণ্ডে বাংলাদেশে মানুষের মাথা ভূলুণ্ঠিত হয়। তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ হয় দুর্নীতির দেশ, জঙ্গীবাদের দেশ।’’
কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি মুকুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় এম পি কামাল আহমেদ মজুমদার, নগর নেতা আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল হক সবুজ ও শহীদুল ইসলাম মিলন।
কীভাবে দেশের ক্ষতি করতে হয় তার নমুনা খালেদা জিয়ার বিদেশ সফর উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ বলেন, ‘‘খালেদা জিয়া কী কর্মসূচি নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন তা জনগণ জানতে চায়।’’
আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে তলানিতে পড়েছে বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন দাবির জবাবে তিনি বলেন, ‘‘বিএনপিই রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। আমাদের জনপ্রিয়তা বেড়েছে।’’
এসময় তিনি সরকারের জনপ্রিয়তা যাঁচাই করার জন্য বিএনপিকে তাদের জনপ্রিয় একটি আসন ছেড়ে দিয়ে উপ নির্বাচনে আসার প্রস্তাব দেন।
হানিফ বলেন, ‘‘দেশে কোনো সাংবিধানিক সংকট নেই যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।’’
বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘‘বিএনপি এতদিন বলেছেন বিদেশে তাদের কোনো প্রভূ নেই, তাহলে আজ বিদেশে খালেদা জিয়া কোন প্রভূদের কাছে গিয়েছেন?
খালেদা জিয়াকে বিদেশ থেকে দেশে ফিরে এসে দেশের জনগণের কথা বলার আহবান জানান নাছিম।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘‘বিএনপি নেত্রী ষড়যন্ত্র করতে বিদেশ সফর করেছেন। তার জন্য তাকে আবার সংবর্ধনাও দেবে বিএনপি। বিএনপির লজ্জা হওয়া দরকার।’’
বিএনপির সংসদে না যাওয়াকে কটাক্ষ করে মায়া বলেন, ‘‘সংসদে যাবেন কীভাবে আপনার (খালেদা জিয়া) পাশে ফালু, সাকা, ওবায়দুর রহমান নেই।’’
বিএনপিকে উদ্দেশ্য করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘‘সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করে লাভ হবে না।’’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন